চরভদ্রাসনে পদ্মা ভাঙ্গন রোধে জেলা প্রশাসকের ভাঙ্গন পরিদর্শন - NEXT24NEWS

NEXT24NEWS

পরবর্তী ২৪ ঘন্টার খবর

Boxed(True/False)

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 28, 2018

চরভদ্রাসনে পদ্মা ভাঙ্গন রোধে জেলা প্রশাসকের ভাঙ্গন পরিদর্শন

নাজমুল নিরব খান,ফরিদপুর (চরভদ্রাসন) সদর থেকেঃ
ফরিদপুর জেলার ছোট্ট একটি উপজেলা চরভদ্রাসন। যার ৪ টি ইউনিয়নের ২ টি ইউনিয়ন পদ্মার গর্ভে চলে গেছে।বাকী ২টি ইউনিয়নের ১ টি সদর ইউনিয়ন যেটি পদ্মা ভাঙ্গনের হুমকির মুখে। যেগাযোগ,উন্নয়ন ও ব্যাবসায়ীমুখি এই সদর ইউনিয়নের মেইন রাস্তা থেকে পদ্মা আজ ২০-২৫ মিটার দুরে।
বেশ কিছুদিন আগে থেকে এই ভাঙ্গন কবলিত পদ্মার পাড়ে বড় বড়   কার্গু ভিড়ে এবং সেখান থেকে মাল খালাস করে ভারী যানে করে ফরিদপুরের বিভিন্ন স্থানে যাতায়ত করছিল। যার ফলে ব্রীজ ভাঙ্গা,রাস্তা ভাঙ্গা ও সর্বশেষ  এম.পি ডাংগী রাস্তার পাশে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয়।
পরবর্তীতে বিষয়টি গনমাধ্যমে ব্যাপক আলোচিত ও এলাকাবাসীর মানববন্ধন করলে চরভদ্রাসন উপজেলা প্রশাসন প্রথমে ভারীযান চলাচল বন্ধ ও পরে কার্গু ভেরা বন্ধ করে।
ভাঙ্গনরোধে আজ রবিবার বিকাল ৩টায় জেলা প্রশাসক ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগে চরভদ্রাসনে আসেন।তিনি তার কর্মকর্তাদের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ ও পরামর্শ দেন। পরে তিনি গোপালপুর ঘাট পরিদর্শন করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages