ছাত্রলীগের ২৯ তম সম্মেলন;নেতৃত্বে এগিয়ে আছেন যারা - NEXT24NEWS

NEXT24NEWS

পরবর্তী ২৪ ঘন্টার খবর

Boxed(True/False)

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 14, 2018

ছাত্রলীগের ২৯ তম সম্মেলন;নেতৃত্বে এগিয়ে আছেন যারা

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষনা হয়েছে গত শুক্রবার।
আগামী ৩১মার্চ,ও ১ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে।
ইতিমধ্যেই সম্মেলনকে ঘিরে পদ-প্রত্যাশিরা আওয়ামীলীগের সিনিয়র নেতৃত্ববৃন্দের কাছে ধরনা দিচ্ছেন।সম্মেলনকে ঘিরে বিভিন্ন গ্রুপ-উপ গ্রুপ সক্রিয় হয়েছে।
ছাত্রলীগের রাজনীতিতে আঞ্চলিকতা একটি গুরুত্বপূর্ন নিয়ামক।প্রচলিত  আছে গুরুত্বপূর্ন ৪ টি পদের ২টি তে বৃহত্তর ফরিদপুর অঞ্চল ও বৃহত্তর বরিশাল অঞ্চল থাকেই।পাশাপাশি এবার রাজশাহী-রংপুর অঞ্চল থেকে ১টি ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে ১ টি পদ দেয়া হতে পারে বলে আলোচনা হচ্ছে।

এগিয়ে আছেন যারা:
বৃহত্তর বরিশাল অঞ্চল:
শোনা যাচ্ছে বৃহত্তর  বরিশাল অঞ্চলে এগিয়ে আছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়,কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক বরকত হোসেন হাওলাদার,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ,সহ-সম্পাদক খাদিমুল বাসার জয়,সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি গোলাম সারোয়ার  প্রমুখ।

ফরিদপুর অঞ্চল:
ছাত্ররাজনীতির পূন্যভুমি খ্যাত বৃহত্তর ফরিদপুর অঞ্চলে প্রতিযোগিতা এবার যে কোন সময়ের থেকে বেশি বলে মনে হচ্ছে।আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানি, সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজন,শেখ সাগর আহমেদ,সমাজসেবা সম্পাদক রানা হামিদ,সহ-সম্পাদক মারুফ হোসেন ও সহ সম্পাদক শামীম মীর মালত,স্যার এফ.রহমান হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান,বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল,কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহেদ খান প্রমুখ।

রংপুর-রাজশাহী অঞ্চল:
এ অঞ্চলে আলোচিত নেতাদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা,উপ-আইন সম্পাদক সাদ্দাম হোসেন,সহ্-সম্পাদক রাকিবুল হাসান ঐতিহ্য,সদস্য ফেরদৌস আলম,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হায়দার জিতু,মুহসিন হল ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান সানি প্রমুখ আলোচনার শীর্ষে রয়েছেন।

চট্টগ্রাম অঞ্চল:
এ বছর এ অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল,মাযহারুল হক শামীম,উপ-পরিকল্পনা ও কর্মসুচি বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের সাদি,স্যার এ.এফ.রহমান হল ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান তুষার প্রমুখ

মুহসিন হল ছাত্রলীগের সভাপতি সরকার রায়হান জহির,স্যার সলিমুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহম্মেদ রাসেল ।
এছাড়া কেন্দ্রীয় পরিবেশ সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব,প্রচার সম্পাদক ম.সাইফ বাবু,বিগ্ঙান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার পারভেজ আরেফিন,জহুরুল হক ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ তালুকদার রয়েছেন  আলোচনায়।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন সেটাই ছাত্রলীগের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীরা সেটা মেনে নিবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages