নাজমুল নিরব খান(স্টাফ রিপোর্টার)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের এক হিন্দু পরিবারে জন্মগ্রহন করে বিশ্বজিৎ সরকার।জানা যায় প্রায় ৭ বার তার বাড়ি-ঘর পদ্মার করাল গ্রাসে বিলিন হয়ে যায়।সর্বশেষ পদ্মায়য় ভেঙ্গে বাড়ি করে হাজীগঞ্জ বেরিবাধ পার্শ্ববর্তী চর অম্রাপুর গ্রামে।তারপরও থেমে থাকেনি তার গান করা,নিজের একক অদম্য প্রচেষ্টায় চালিয়ে গেছেন গান করা।একটু বড় হওয়ার পর ২০০৮ সালে উঠে-পড়ে লাগেন গানের পেছনে।নিজে নিজে দু-একটা গান লিখে সুরও করেন।
একটা সময় অনেক দৌরাদুরি করে সাক্ষাত করেন সংগীত শিল্পী তৌসিফের সাথে।তারপর তার সাথে গানের দু-এক কলি শেয়ারও করেন।তৌসিফ তাকে গান করার উৎসাহ ও পরামর্শ দেন।সাফল্যের তীব্র আশা ও ইচ্ছায় "বৃষ্টি"" শিরোনামের একটি গান করেন বিশ্বজিত। কথা বলার সময় বিশ্বজিৎ জানান ছোটবেলা থেকে তার একমাত্র স্বপ্ন ও ইচ্ছা হল গান গেয়ে মানুষের মন জয় করা।তাই এলাকাবাসী,চরভদ্রাসনবাসী ও দেশবাসীর কাছে সে তার স্বপ্ন পুরনের জন্য দোয়া চেয়েছেন।এবং তার গান শোনার জন্য অনুরোধ করেছেন।
তার পিতার নাম-সুবোধ চন্দ্র সরকার,তার মায়ের নাম-সরস্বতী সরকার,তিন ভাই বোনের মধ্য বিশ্বজিত সবার বড়।গানের পাশাপাশি বিশ্বজিৎ ডিগ্রী ২য় বর্ষে পড়াশোনা করছে।
No comments:
Post a Comment